Site icon Jamuna Television

কাশ্মিরে তরুণদের ওপর নির্যাতন চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী

জম্মু-কাশ্মিরে তরুণদের ওপর নির্মম নির্যাতনের চিত্র উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। যাতে বলা হয়েছে, বিশেষ মর্যাদা বাতিলের পর অবরুদ্ধ অবস্থায় কাশ্মিরিদের ওপর নির্যাতন চালিয়েছে ভারতের সেনাবাহিনী।

বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে মারধর করা হয় তরুণদের। নাম-পরিচয় গোপন রেখে বেশ কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারও প্রকাশ করেছে বিবিসি। তবে নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনাবাহিনী।

নয়াদিল্লির অভিযোগ, ইন্ধন দিয়ে জম্মু-কাশ্মিরে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। অস্থিরতার শঙ্কায় তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ রাখা হয়েছে জম্মু-কাশ্মিরকে। নজিরবিহীন বিধিনিষেধের কারণে বর্হিবিশ্বের সাথে সংযোগ বিচ্ছিন্ন উপত্যকার।

৫ আগস্ট, জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৪ হাজার রাজনীতিক, ব্যবসায়ী এবং মানবাধিকারকর্মীকে।

Exit mobile version