Site icon Jamuna Television

আনুশকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভাস

‘বাহুবলী’ সিনেমার সময় থেকেই ভারতের দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে সহ-অভিনেত্রী আনুশকার প্রেমের গুঞ্জন রটেছিল। এখন সেই গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন প্রভাস।

‘সাহো’ সিনেমার প্রচারণার সময় প্রভাসকে জিজ্ঞাসা করা হয় আনুশকা শেঠির সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে কিনা। উত্তরে প্রভাস সব ধোঁয়াশা পরিস্কার করেন। তিনি বলেন, আমি জানি না এসব খবর কীভাবে আসে।

‘বাহুবলী’ সিনেমার আগে থেকেই আমি আনুশকাকে চিনি উল্লেখ করে তিনি বলেন, এই সিনেমার আগে থেকেই আমি আনুশকাকে চিনি। আর পরিচালক রাজামৌলি এবং ‘বাহুবলী’ সিনেমার পরিবারের সংস্পর্শেই থাকি। এসব গুঞ্জন নিয়ে আমরা বেশ হাসাহাসি করি।

তিনি আরো বলেন, আনুশকার সঙ্গে প্রেমের বিষয়টি স্রেফ গুঞ্জন। যদি মানুষ আমাদের বিশ্বাস করতে না চায়, তাহলে আমার কিছু করার নেই।

প্রভাসের পরবর্তী সিনেমা অ্যাকশন থ্রিলার ‘সাহো’। সিনেমাটি মুক্তি পাবে ৩০ আগস্ট।

Exit mobile version