Site icon Jamuna Television

আসামে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশ হবে কাল, রাজ্যে সর্বোচ্চ সতর্কতা

ভারতের আসামে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশিত হতে যাচ্ছে শনিবার। তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

আইন শৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

এদিকে তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অনেক বাসিন্দা। ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনরায় আবেদনের সুযোগ থাকলেও, এর জন্য জনপ্রতি খরচ হবে অন্তত ৫০ হাজার রুপি; যা ধাপে ধাপে আরও বাড়বে। চূড়ান্ত নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল। গত বছর প্রকাশিত প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছিল ৪ লাখের বেশি মানুষ।

Exit mobile version