Site icon Jamuna Television

মেসি-রোনালদোকে পেছনে ফেলে ইউরোপ সেরা ভ্যান ডাইক

গেল মৌসুমে দুর্দান্ত পারফরম করেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। এর পুরস্কারও হাতেনাতে পেলেন তিনি। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে ইউরোপ সেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন ডাচ রক্ষণসেনা।

ইউরোপ সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে থাকা মেসি অবশ্য খালি হাতে ফেরেননি। জিতেছেন মৌসুম সেরা ফরোয়ার্ডের পুরস্কার। সেরা মিডফিল্ডার হয়েছেন ফ্রাংকি ডি ইয়ং। সেরা গোলরক্ষক হয়েছেন এলিসন বেকার।

২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন ভ্যান ডাইক। ফলে শক্তভাবে ইউরোপ সেরা হওয়ার দৌঁড়ে ছিলেন তিনি।

জাতীয় দলের হয়েও বেশ সফল ভ্যান ডাইক। নেদারল্যান্ডসকে উয়েফা নেশনস লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করেন তিনি। ফলে ইউরোপ সেরা বনে গেছেন এ রক্ষণ প্রহরী।

Exit mobile version