Site icon Jamuna Television

১০ উইকেটে জিতলো নারী ক্রিকেট দল

নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে ৮১ বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন সালমারা।

টস জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে সর্বসাকল্যে ৫১ রান সংগ্রহ করেন স্বাগতিকরা। জবাবে ৬.৩ ওভারে বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ!

ডাচ নারী দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার স্টেয়ার ক্যালিস। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন শিকার করেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও জাহানারা আলম নেন ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে নোঙর করেন সালমারা। সানজিদা ইসলাম করেন ২৭ বলে ২৪ রান। অপর ওপেনার আয়েশা রহমান শুকতারার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। তাদের ব্যাটে ভর করে ৬.৩ ওভারে বিনা উইকেটে ৫৩ রান করে বাংলাদেশ।

Exit mobile version