Site icon Jamuna Television

মানুষকে ভয় দেখিয়ে চুপ রাখার জন্যই গুম করছে সরকার: রিজভী

একদলীয় শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করতে সরকার বিরোধীদের গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ শুক্রবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবসের আলোচনায় তিনি এ অভিযোগ করেন।

এসময় রিজভী আরো বলেন, দেশের মানুষকে ভয় দেখিয়ে চুপ রাখার জন্যই গুম করছে সরকার। এ সরকারের আমলে এক হাজারের বেশি মানুষ গুম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য গুম করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় মদদে বাংলাদেশে গুমের ইতিহাস সৃষ্টি করেছে। একদিন প্রতিটি গুমের তদন্ত ও বিচার হবে বলে জানান রিজভী।

Exit mobile version