Site icon Jamuna Television

‘বিএনপি অনেক অবিচার করেছে’

রাজনীতির মাঠে জাতীয় পার্টি এখন বড় ফ্যাক্টর দাবি করে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন জাতীয় পার্টিকে ছাড়া করা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার বন্যাদুর্গতদের জন্য ত্রাণ দিতে গিয়ে শেরপুরে এক সমাবেশে এ সব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এদেশের যত উন্নয়ন, বেশিরভাগই জাতীয় পার্টির আমলে হয়েছে। আরেকবার দেশবাসীর সেবা করার সুযোগ দিতে মানুষের প্রতি আহ্বান জানান এরশাদ।

তিনি বলেন, বিএনপিকে দিয়ে আর হবে না। অতীতে তারা জনগনের প্রতি অনেক অবিচার করেছে। বিএনপি বন্যার্তদের পাশে নেই বলে মন্তব্য করেন তিনি।

/কিউএস

Exit mobile version