Site icon Jamuna Television

হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জশুয়া ফের গ্রেফতার

আবারও গ্রেফতার হয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জশুয়া ওং। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় আটকের পর পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় তাকে।

জশুয়ার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে বলে জানান তার দলীয় কর্মীরা।

চীনা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে চলমান আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভূমিকা জশুয়ার। আগামি সপ্তাহ থেকে আরও সংগঠিত আন্দোলনের ঘোষণার পরই গ্রেফতার করা হলো তাকে।

পুলিশের দাবি, সহিংসতা, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সরকারি স্থাপনা ভাঙচুরের দায়ে গ্রেফতার করা হয়েছে জশুয়া ওংকে।

২০১৪ সালের আমব্রেলা মুভমেন্টে নেতৃত্বের অপরাধে দীর্ঘদিন কারাবরনের পর গত জুনে মুক্তি পান তিনি। বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিল ও প্রধান নির্বাহীর পদত্যাগের দাবিতে প্রায় ৩ মাস ধরে উত্তাল হংকং। এ পর্যন্ত প্রায় ৯শ’ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

Exit mobile version