Site icon Jamuna Television

রাজনৈতিক ভিন্ন মতের কারণে ৫শ’ জনকে গুম করা হয়েছে: মির্জা ফকরুল

শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতের কারণে ৫শ’ জনকে গুম করা হয়েছে। যা মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে, রাজধানীতে গুমের শিকার নেতাকর্মীদের বাসায় গিয়ে এমন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এই অপরাধের জন্য সরকারকে অভিযুক্ত হতে হবে। এসময়, গুমের শিকার প্রতিটি পরিবার কষ্টকর দিন পার করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই মানবতাবিরোধী অপরাধের বিচার একদিন হবে। গুম হওয়ার ব্যক্তির পরিবারের কষ্ট ভাগ করতে না পারলেও বিএনপি তাদের পাশে থাকার চেষ্টা করবে বলেও আশ্বাস দেন মির্জা ফখরুল।

Exit mobile version