Site icon Jamuna Television

ইমামের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলবে মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ইমামের ছেলে। দুপুরে মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজের সময় ইমাম মাওলানা জামাল উদ্দিন পাঁচ বছর বয়সী ছেলেকে তার কক্ষে রেখে নামাজ পড়াতে যান। নামাজ শেষে গিয়ে তিনি দেখেন, ভেতর থেকে দরজা আটকানো। অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে ইবরাহিম ও রিফাত নামে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর গুরুতর অসুস্থ অবস্থায় ইমামের ছেলে নোমানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version