Site icon Jamuna Television

রানুকে কোন ফ্ল্যাট দেননি সালমান !

পশ্চিমবঙ্গের রানাঘাট থেকে রাতারাতি সেলিব্রেটি বনে যাওয়া ভিখারী রানু মণ্ডলকে ফ্ল্যাট দিয়েছেন বলে যে সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়েছিল তা সম্পূর্ণ ভুয়া বলে দাবি করলেন রানাঘাটের ‌’আমরা সবাই শয়তান’ ক্লাবের সদস্যরা। খবর এনডিটিভি’র।

মুম্বাইতে হিমেশ রেশমিয়ার সাথে গানের রেকর্ডিং শেষে তার গানে মুগ্ধ হয়ে বলিউডের সেনসেশন সালমান খান তাকে মুম্বাইতে ৫৫ লক্ষ রুপির একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বলে সংবাদ প্রচারিত হয় বিভিন্ন গণমাধ্যমে।

‘আমরা সবাই শয়তান’ ক্লাবের মুখপাত্র ভিকি বিশ্বাস বলেন, আমাদের ক্লাবের স্টুডিওতে তার গান রেকর্ড করার পর তা ভাইরাল হয়ে যায়। তারপর থেকে আমরাই তার দেখাশোনা করছি। রানুদিকে সালমান খান কোন ফ্ল্যাট দিয়েছেন এমনকোন খবর আমরা পাইনি। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর।

Exit mobile version