Site icon Jamuna Television

আমেরিকা কাঁপাচ্ছেন লাদেনের ভাতিজি

একসময় আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে রেখেছিলেন ওসামা বিন লাদেন। আল কায়েদার এই নেতার নাম শুনলেই ঘুম হারাম হয়ে যেত মার্কিন প্রশাসনের। দীর্ঘ দুই দশক ধরে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের পর পাকিস্তানের অ্যাবোটাবাদ একটি দুর্গে সামরিক অভিযান পরিচালনা করে তাকে হত্যা করে মার্কিন নেভী সিল।

এবার সেই যুক্তরাষ্ট্র কাপাচ্ছেন তারই ভাতিজি ওয়াফা দুফোর বিন লাদেন। না চাচার মতো অস্ত্র হাতে নয় বরং তার লাস্যময়ী ভঙ্গী ও রুপের ঝলকে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ মডেলদের একজন ওয়াফা দুফোর। একের পর এক কাঁপিয়ে বেড়াচ্ছেন মার্কিন গ্ল্যামার জগত।

সম্প্রতি একটি মার্কিন ম্যাগাজিনে তার পারিবারিক পরিচয় প্রকাশ হলে তিনি তা স্বীকারও করে নেন।

ওয়াফা বলেন, আমার এই পরিচয়ের জন্য আমি মোটেও বিব্রত নই। যার যার কর্মফল সে ভোগ করবে। এতে অন্য কেউ দায় নেয়ার কিছুই নেই।

Exit mobile version