Site icon Jamuna Television

যশোরে এক গ্রামেই ডেঙ্গু আক্রান্ত শতাধিক মানুষ

রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে এখনো ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী।

৬৪ জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে আক্রান্তরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন অন্তত ৮২ জন।

যশোরের একটি গ্রামেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। এ ঘটনায় বানিয়াবৌউ গ্রামটিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। যা গেল ১৯ বছরের চেয়ে বেশি। ডেঙ্গুতে মৃতের সংখ্যাও দুইশোর কাছাকাছি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫ জন।

Exit mobile version