Site icon Jamuna Television

মোদির প্রিন্সিপাল সেক্রেটারির হঠাৎ পদত্যাগের ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র হঠাৎই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে মোদি তাকে আরো দুই সপ্তাহ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।

দেশের জিডিপির হার গত পাঁচ বছরে সর্বনিম্ন দাঁড়িয়েছে। সেই সময়ে নৃপেন্দ্র মিশ্রের পদত্যাগের ঘোষণাকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। নৃপেন্দ্র কি স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছেন নাকি তাকে অপসারণ করা হচ্ছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নৃপেন্দ্র মিশ্র বলেন, প্রধানমন্ত্রী মোদির অধীনে দেশসেবার বিশেষ সুযোগ পেয়ে আমি ধন্য। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। তার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস দিয়েছিলেন। আমি জনস্বার্থ ও জাতীয় স্বার্থে নিজেকে নিবেদিত রাখতে পেরে ধন্য মনে করছি।

পদত্যাগের বিষয়ে এক টুইট বার্তায় মোদি বলেন, ২০১৯ সালের ভোটের ফলাফল প্রকাশের পরেই দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে ওই পদে থাকার অনুরোধ করা হয়।

Exit mobile version