Site icon Jamuna Television

আসামে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশ, রাষ্ট্রহীন ১৯ লাখ বাঙ্গালি

চূড়ান্ত নাগরিকত্ব তালিকা- এনআরসি প্রকাশ করেছে ভারতের আসাম রাজ্য। এতে নাগরিকত্বের স্বীকৃতি পেলেন ৩ কোটি ১১ লাখ বাসিন্দা। রাষ্ট্রহীন হলেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ বাঙ্গালি। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ অনলাইনে প্রকাশ করা হয় তালিকাটি। যা, ইন্টারনেট সেবার মাধ্যমে সংগ্রহ করা সম্ভব।

এছাড়া, স্থানীয় সেবাকেন্দ্র থেকে নাগরিকত্বের তথ্য যাচাই করা যাবে। বিশৃঙ্খলার আশঙ্কায় রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৮০ হাজার নিরাপত্তা সদস্য। চলাচলের ওপর জারি করা হয়েছে বিধিনিষেধ। তালিকা থেকে বাদ পড়াদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।

তারা জানিয়েছে, যতোক্ষণ পর্যন্ত আইনি ব্যবস্থা থাকবে, ততোক্ষণ এসব মানুষদের ভারতীয় বলা হবে। ৬০ থেকে ১২০ দিনের মধ্যে ফরেইনার্স ট্রাইব্যুনাল ও পরে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন ভুক্তভোগীরা।

Exit mobile version