Site icon Jamuna Television

টুইটারের প্রধান নির্বাহীর অ্যাকাউন্ট হ্যাকড

টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিলো। তবে কিছু সময়ের পর সেটি আবার উদ্ধার করা হয়। হ্যাকড হওয়ার পর ডরিসের অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করা হয়।

ডরসির অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৪০ লাখের বেশি। ‘চাকলিং স্কোয়াড’ নামের একটি হ্যাকার দল ডরসির অ্যাকাউন্ট হ্যাক করে বলে দাবি করে। প্রায় ১৫ মিনিট হ্যাকারদের দখলে ছিলো অ্যাকাউন্টটি।

টুইটার জানায়, মোবাইল অপারেটরের নিরাপত্তা পর্যবেক্ষণের সুযোগে টুইটার অ্যাকাউন্টের সঙ্গে থাকা ফোন নম্বর আগে হ্যাক করা হয়। এতে অননুমোদিত ব্যক্তি ফোন নম্বর থেকে টেক্সট বার্তার মাধ্যমে টুইট করতে পেরেছে। এ সমস্যা এখন সমাধান করা হয়েছে।

Exit mobile version