Site icon Jamuna Television

এক রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর পত্নীতলা উপজেলার গোপীনগর এলাকা থেকে জয় হেম্ব্রম (১৮) ও কাজলী মুরমু (১৬) নামে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গোপীনগর ঈদগাহ মাঠের পাশে একটি আম গাছের ডালে তাদের ঝুলন্ত মৃতদেহগুলো একসাথে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পত্নীতলা থানা পুলিশ।

জয় হেম্ব্রম গোপী নগর গ্রামের সুধীর হেম্ব্রমের ছেলে। আর কাজলী মুরমু একই গ্রামের ফ্রান্সিস মুরমুর মেয়ে। পুলিশের ধারণা পরিবারের সাথে অভিমান করে তারা আত্নহত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার জানান, মৃতদেহগুলো উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে জানান ওসি।

Exit mobile version