Site icon Jamuna Television

দিল্লীতেও নাগরিকত্ব তালিকা প্রকাশের দাবি বিজেপি নেতার

আসামের পর এবার রাজধানী দিল্লীতেও নাগরিকত্ব তালিকা প্রকাশের দাবি জানালেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি। শনিবার সকাল ১০টায় আসামের নাগরিকত্ব তালিকা প্রকাশের পর মনোজ তিওয়ারি বলেন, রাজধানীতেও এনআরসির প্রয়োজন। দিনদিন পরিস্থিতি খারাপ হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীরা রাজধানীর জন্য ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখানেও আমরা এনআরসি চালু করব।

এর আগে সংবাদমাধ্যমে তিনি বলেন, রাজধানীতে অবৈধভাবে বসবাস করছেন ২০ লাখ মানুষ। উদ্বাস্তুর সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীর তফাত রয়েছে। সীমান্ত পার হয়ে এসে এরা নথি বানিয়ে নিচ্ছে। ভারতের মতো জনবহুল দেশে এমনিতেই মানুষের কর্মসংস্থান করতে সরকারের নাভিশ্বাস উঠেছে। তার ওপরে এরা চেপে বসেছে। এরা শুধু দেশের বোঝাই নয়, নিরাপত্তার ক্ষেত্রেও এরা বিপদজনক হয়ে উঠছে।

Exit mobile version