Site icon Jamuna Television

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাদশা নামে একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গজ্বরে আক্রান্ত হয়ে নয়দিন চিকিৎসাধীন থেকে মারা গেলেন বাদশা মোল্লা (৫৫)। শনিবার ভোর ৫টার দিকে কাতালগঞ্জ পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।

বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা।

পার্কভিউ হাসপাতাল স্পেশাল ইউনিট ইনচার্জ এ ডা. আরাফাত জানান, বাদশা মোল্লা ২২ আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

হাসপাতালে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার সকালে তার মৃত্যু হয়। বাদশা মোল্লার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

Exit mobile version