Site icon Jamuna Television

অপকর্মে যুক্ত হলেই ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন- ফাইল ছবি

রোহিঙ্গা নিয়ে কাজ করা যেসব এনজিও অপকর্মে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের পর ১৩৯টি এনজিও তাদের কার্যক্রম শুরু করেছিলো। এদের মধ্যে অপকর্মে লিপ্ত থাকায় ৪১টি এনজিওকে কর্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

Exit mobile version