Site icon Jamuna Television

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ

জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত উপত্যকা। শুক্রবার শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের।

শুক্রবার শ্রীনগরে জুম্মার নামাজের পর বিক্ষোভে যোগ দেন কয়েকশ’ কাশ্মিরী। কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন বাতিলের প্রতিবাদে শ্লোগান দেয় তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য।

এদিকে কাশ্মির ইস্যুতে পাকিস্তানের ভূমিকার বিরোধীতা করে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় শিখ ও কট্টরপন্থি হিন্দুরা।

এছাড়া শুক্রবার ‘কাশ্মির আওয়ার’ নামে প্রতিবাদ কর্মসূচি পালন করে পাকিস্তান। এক ঘন্টা বন্ধ রাখা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি কার্যালয়। যোগ দেন সর্বস্তরের মানুষ। বন্ধ থাকে গাড়ি চলাচলও।

Exit mobile version