Site icon Jamuna Television

ঝিনাইদহে দেশীয় ঢাল উদ্ধার, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ঢালসহ কৃষ্ণ দাস (৪২) নামের এক বেত শিল্পীকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি উপজেলার ত্রিবেণী গ্রামের ঋষিপাড়ার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিবেণী গ্রামের ঋষিপাড়ায় শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এ সময় কৃষ্ণ দাসের ঘর থেকে ৮ টি দেশীয় তৈরি ঢাল জব্দ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যেই এ ঢাল তৈরি করে তার বাড়ীতে রাখা হয়েছিলো।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে।

Exit mobile version