Site icon Jamuna Television

‘গণতন্ত্র ও নাগরিক অধিকারের সুষম বন্টনের জন্যই বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু’

অর্থনৈতিক সমৃদ্ধি, তৃণমূলের গণতন্ত্র ও নাগরিক অধিকারের সুষম বণ্টনের জন্যই বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু।

আজ শনিবার বিকালে গণভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়ন হলে অনেক আগেই বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতো বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাত্রজীবন থেকেই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু। নিজের স্বার্থ ত্যাগ করে সাধারণ মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। অথচ তাঁকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়।

Exit mobile version