Site icon Jamuna Television

নিখোঁজের আট দিন পর মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নিখোঁজের আটদিন পর গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের পূর্ব পাড়ায় নির্জন পুকুর পাড় থেকে ফাতেমা (১০) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফাতেমা ওই গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের মেয়ে। সে শাহাবাজপুর গ্রামের মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২২ আগস্ট ফাতেমা বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। এরপর তাকে আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় পূর্বপাড়ায় নির্জন পুকুর পাড়ার তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

এই ব্যাপারে নবীনগর থানার ওসি (তদন্ত ) রাজু আহম্মেদ বলেন, মাদ্রাসার ছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। ময়না তদন্তের পরই বলা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।

Exit mobile version