Site icon Jamuna Television

আসামে এনআরসি চূড়ান্ত তালিকা: সিলেট সীমান্তে সতর্কতায় বিজিবি

ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে সেখানকার সরকার। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সীমান্তের বিভিন্ন এলাকায় শুক্রবার (৩০ আগস্ট) থেকেই নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছেন সীমান্তের ৫৭টি বিওপির জওয়ানরা।

বিজিবি সিলেট সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিসবাহ উদ্দিন রাসেল গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

সকাল ১০টায় প্রকাশিত চূড়ান্ত এ তালিকায় নাম উঠেছে মোট ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের। বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

Exit mobile version