Site icon Jamuna Television

ফেসবুকে প্রেম: মেহেরপুর থেকে কেন্দুয়ায় প্রেমিকা, প্রেমিক লাপাত্তা!

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

প্রেমিকা প্রেমের টানে প্রেমিকের বাড়িতে অবস্থান নিলেও প্রেমিক পালিয়ে গেছে আগমনের খবর পেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের রজব আলীর কলেজ পড়ুয়া মেয়ে হীরা খাতুন (২২)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের আব্দুল্লাহর ছেলে রাজুুু খানের (২৬)।

এরই সূত্র ধরে তাদের মধ্যে বিশেষ আন্তরিকতা তৈরি হয়। একপর্যায়ে উভয়েই কোর্টের মাধ্যমে বিয়েও করেন বলে মেয়েটির দাবি।

এ অবস্থায় চলার পর তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে প্রেমিক রাজু প্রেমিকাকে এড়িয়ে চলতে শুরু করে এবং বিয়েও অস্বীকার যায়।

এক পর্যায়ে নিরুপায় হয়ে ওই প্রেমিকা হীরা খাতুন শনিবার এসে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়।

বিষয়টি কেন্দুয়া থানা অবহিত হলে প্রেমিকাকে থানায় আসতে বলা হয়। বর্তমানে ওই প্রেমিকা থানায় রয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান রাত দশটার দিকে জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দুজনের পরিচয় হয়। ঢাকার কল্যাণপুরে একটি হোটেলে থেকে ওই ছেলেকে বিয়ে করেছে বলে জানিয়েছে। ছেলে পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Exit mobile version