Site icon Jamuna Television

জঙ্গিরা টেস্ট কেস চালাচ্ছে, বড় হামলার প্রস্তুতি নিচ্ছে: কাদের

জঙ্গিরা টেস্ট কেস চালাচ্ছে, বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার সজাগ আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববারসকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরো বলেন, জঙ্গি বিরোধী অভিযান সফল হওয়ায় পুলিশ এখনও তাদের টার্গেটে রয়েছে। গতরাতে পুলিশের ওপর হাত বোমা হামলার তদন্ত হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনারের সাথে কথা বলে নিশ্চিতভাবে বলছি এলজিআরডি মন্ত্রী এই হামলার টার্গেট ছিলেন না।

আসামে নাগরিকত্ব বাতিল নিয়ে তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি এখনও যাচাই-বাছাইয়ের হিসাব বাকি আছে এ বিষয়ে আমরা সতর্ক আছি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

Exit mobile version