র্যাব-৪ এর অভিযানে মোবাইল ফোনে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার সকালে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চাঁদাবাজ চক্রটি চিহ্নিত সন্ত্রাসীদের নাম ব্যবহার করে, ভয় ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতো। একইসাথে তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে এসব প্রতারণা করে আসছিলো।

