Site icon Jamuna Television

পাবনায় ট্রাক চাপায় পথচারী নিহত

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার জাফরাবাদে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছেন আলী (৫০) সাঁথিয়া উপজেলা তলট গ্রামের গহের আলীর ছেলে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, রোববার সকালে কাশিনাথপুর থেকে গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৮১৪) পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার জাফরাবাদ নামক স্থানে ট্রাকটি ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

Exit mobile version