Site icon Jamuna Television

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী এবারত আলীকে ফাসিঁর আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সাইফুল ইসলাম আসামির উপস্থিতে এই আদেশ দেন। একই সাথে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন। ফাসিঁর দন্ডপ্রাপ্ত হলেন, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত. হাসেম শেখের ছেলে এবারত আলী (৪৫)।

মামলার বিবরণে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত. হাসেম শেখের ছেলে এবারত আলী যৌতুকের দাবিতে ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে নিজ ঘরে স্ত্রী সেলিমা বেগমকে কয়েক দফা মারধর করে। এক পর্যায়ে ভোররাতে সেলিমা বেগম মারা যান। ওই দিন বিকালে নিহত সেলিমা বেগমের বাবা রুস্তুম আলী বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় এবারত আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল বাগেরহাট মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস নিহতের স্বামী এবারত আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। প্রায় ১৭ বছর পরে মামলায় স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

Exit mobile version