Site icon Jamuna Television

কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসচালক গ্রেফতার

রাজধানীর বাংলামোটরে বাস চাপায় বিআইডাব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় দায়ের মামলায় প্রধান আসামি ট্রাস্ট পরিবহনের ড্রাইভার মোরশেদকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই।

গত মঙ্গলবার কারওয়ানবাজারের অফিস থেকে বাসায় যাওয়ার পথে ট্রাস্ট পরিবহনের বেপরোয়া বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায় চৌধুরী। পরে ঘাতক বাসটি জব্দ করে হাতিরঝিল থানায় পাঠায় পুলিশ।

এদিকে, কৃষ্ণা রায় এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Exit mobile version