Site icon Jamuna Television

হেজবুল্লাহর প্রশংসায় হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হেজবুল্লাহর প্রশংসা করে বিবৃতি দিয়েছে।

লেবানন সীমান্তে ইসরায়েলের গোলাবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়ে একটি ইসরায়েলি সামরিক যান বিধ্বস্ত করার পর হামাসের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হল।

হামাস বলেছে, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইরাকে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে। এর আগে হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বক্তব্যের প্রশংসা করেন।

ওই বক্তব্যে আলী খামেনি বলেছিলেন, এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলনগুলোর লড়াই চালিয়ে যেতে যে ধরনের সহায়তা প্রয়োজন তার সবকিছুই দেবে ইরান।

গতকাল রোববার দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে ইসরায়েলি সেনাদের গোলাবর্ষণ করে। এরপর হেজবুল্লাহর পক্ষ থেকে কয়েকটি এন্টি ট্যাংক মিসাইল ইসরায়েলের ভেতরে নিক্ষেপ করা হয়। এতে একটি সেনা যান বিধ্বস্ত হয়।

হেজবুল্লাহর দাবি, এতে একাধিক সেনা হতাহতের ঘটনাও ঘটেছে। তবে ইসরায়েল জানিয়েছে, তাদের কোনো সেনা হতাহত হয়নি।

সূত্র:ইসরায়েল ন্যাশনাল নিউজ

Exit mobile version