Site icon Jamuna Television

৩৮ লাখ বছর আগের মানবসদৃশ মাথার খুলি উদ্ধার

মানুষের দেহাবয়বের সাথে অবিকল মিলে যায়, এমন একটি মাথার খুলি উদ্ধার করেছেন গবেষকরা। কত বছর পুরোনো এটি জানেন? পরীক্ষা নিরীক্ষার পর গবেষকরা জানাচ্ছেন, এটি বয়স অন্তত ৩৮ লাখ বছর!

ইথিওপিয়ায় এই খুলিটি পাওয়া গেছে। গবেষকরা বলছেন, খুলিটি প্রথম দিকের মানুষের মতো দেখতে এপ প্রজাতির অগ্রজ। নতুন এই খুলি উদ্ধারের পর মানুষের রূপান্তর প্রক্রিয়া বিষয়ে আগে থেকে যেসব ধারণা প্রচলিত রয়েছে সেগুলো চ্যালেঞ্জের মুখে পড়লো।

ইথিওপিয়ার আফার রাজ্যের মিল্লা জেলার মিরো দোরা এলাকায় মাথার খুলিটি খুঁজে পান অধ্যাপক ইয়োহানেস হাইলি সেলাইসি। যুক্তরাষ্ট্রের ওহাইওর ক্লিভল্যান্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির সঙ্গে যুক্ত এই বিজ্ঞানী বলেছেন, তিনি সাথে সাথেই জীবাশ্মটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন।

সূত্র: বিবিসি।

Exit mobile version