Site icon Jamuna Television

অক্ষয়ের জন্য ভক্তের কাণ্ড…

প্রিয় তারকাদের সঙ্গে দেখা করার ইচ্ছে থাকে অনেক ভক্তদেরই। কিন্তু অক্ষয় কুমারের এই ভক্ত তার সাথে দেখা করতে পার করে ফেললেন প্রায় হাজার কিলোমিটার পথ।

না, গাড়িতে কিংবা কোনও সাইকেলে নয়। অক্ষয়ের সঙ্গে দেখা করবেন এই আশা নিয়ে পদব্রজেই পৌঁচ্ছে গেলেন অক্ষয়ের কাছে। পার করলেন প্রায় ৯০০ কিলোমিটার পথ। মোট ১৮ দিন ধরে শুধুই হাঁটা!

অগত্যা ভক্তের ডাকে সাড়া দিলেন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করলেন তিনি। পর্বত নামের এই ব্যক্তির কাণ্ডে অবাক খোদ তারকাও। যদিও অভিনেতার প্রাপ্তি এখানেই। এখনও বলিউডের এই তারকার খ্যাতি যেন মধ্যগগণে। একের পর এক হিট ছবি তাঁর দখলে। ক্রমেই বেড়ে চলেছে তাঁর ভক্তের সংখ্যা।

ভক্তের সঙ্গে দেখা হওয়ার মুহুর্তে ক্যামেরা বন্দি করলেন অভিনেতা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, আজ দেখা হল পর্বতের সঙ্গে। দ্বারকা থেকে ৯০০ কিমি হেঁটে এসেছে পর্বত। সঙ্গে অক্ষয় এও লেখেন যে এই ধরনের একাগ্রতা যদি এই প্রজন্ম নিজের জীবনের প্রতি দেখাতে পারে তবে তাঁদের অসাধ্য আর কিছুই থাকবে না।

Exit mobile version