Site icon Jamuna Television

সিরিজ জয়ের পথে ভারত

তৃতীয় দিনের শেষে উইন্ডিজের প্রয়োজন ৪২৩ রান। হাতে রয়েছে আট উইকেট। জামাইকা টেস্টের তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৭ রানে গুটিয়ে গেল। দ্বিতীয় দিনের ৮৭ রানের পুঁজি নিয়ে ব্য়াট করতে নেমেছিল তারা। জসপ্রীত বুমরার ছয় উইকেটের সৌজন্যে
ক্যারিবিয়ান ব্য়াটিং লাইন আপ গুঁড়িয়ে গিয়েছিল। সেখান থেকে শেষ তিন উইকেটে মাত্র ৩০ রান যোগ করল তারা। শেষ তিন উইকেট নিলেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা।

ভারত দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে ডিক্লেয়ার করে। ভারতের প্রথম চার ব্য়াটসম্য়ানই চূড়ান্ত ব্য়ার্থ হন দ্বিতীয় ইনিংসে। কেএল রাহুল (৬), ময়ঙ্ক আগরওয়াল (৪), চেতেশ্বর পূজারা (২৭) ও বিরাট কোহলি (০) ফিরে যান। এরপর অজিঙ্ক রাহানে (অপরাজিত ৬৪) আর হনুমা বিহারীর (অপরাজিত ৫৩) ব্যাটে ভর করে ভারত ৪৬৭ রানের লিড নিয়ে ব্য়াট ছাড়ে।

পাহাড় প্রমাণ রানের চাপের সামনে উইন্ডিজ ব্যাটিং লাইন-আপ ফের একবার ভাঙনের মুখে। তৃতীয় দিনের শেষে ক্যারিবিয়ানরা মাত্র ৪৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে।

শামি-ইশান্তের যুগলবন্দিতে এসেছে জোড়া উইকেট। ক্রিজে আসেন ব্র্য়াভো (১৮) ও ব্রুকস (৪)। বলে দেওয়ার প্রয়োজন নেই যে, অ্যান্টিগার পর জামাইকা টেস্টও ভারত বড় ব্য়বধানে জিতে জেসন হোল্ডারদের হোয়াইট ওয়াশ করতে চলেছে। সব ঠিক থাকলে হয়তো এক দিন বাকি থাকতেই ভারত টেস্ট ও সিরিজ জিতে নেবে।

Exit mobile version