Site icon Jamuna Television

রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধ হচ্ছে

রোহিঙ্গাদের জন্য মোবাইল সেবা বন্ধ হতে চলেছে। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে মোবাইল অপারেটরগুলোকে চিঠিও পাঠিয়েছে বিটিআরসি।

জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) অবৈধভাবে সিম বিক্রির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন।

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্যের নামে সিম কিনে বহু রোহিঙ্গারা তা ব্যবহার করে আসছে। সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী মহল থেকে সম্প্রতি এ বিষয়ে কঠোর হওয়ার কথা বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র যাচাই করে অবৈধ সংযোগ চিহ্নিত করার সক্ষমতা আছে সরকারের।

Exit mobile version