Site icon Jamuna Television

শোক দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত না গাওয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেকসহ ছয়জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দুপুরে ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠানটি শোক দিবসের হলেও তাতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি। জাতীয় শোক দিবস পালনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশেন না করে আইন লংঘন করা হয়েছে যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমূল্যায়ন আইনে শাস্তিযোগ্য অপরাধ।

স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, কাজী ফিরোজ রশীদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

Exit mobile version