Site icon Jamuna Television

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় সার্কিট লাইন চালু

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় সার্কিট লাইন চালু হয়েছে। এই ডাবল লাইনের মাধ্যমে পাওয়ার সরবরাহ এবং জাতীয় গ্রিডে সঞ্চালন দ্রুততর হবে।

সকালে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী গ্রিড উপকেন্দ্র পর্যন্ত শেষ হওয়া সঞ্চালন লাইন পরীক্ষা করা হয়। খুলনা গ্রিড সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ডাবল সার্কিট লাইন চালু হওয়ায়, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Exit mobile version