Site icon Jamuna Television

‘ভারতের এনআরসি নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা পাকিস্তানের দোসর’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ভারতের এনআরসি তালিকা নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা পাকিস্তানী ভাবধারার দোসর। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভাল, আমাদের মিত্র ও প্রতিবেশি রাষ্ট্র। এ নিয়ে উদ্বেগের কারণ নেই।

তিনি সোমবার দুপুরে নেত্রকোণার পূর্বধলায় একটি গ্রামে বিদ্যুৎ উদ্বোধনকালে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সূজনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় পূর্বধলার বিশকাকুনি ইউনিয়নের জামাইকোনা ও কাছিয়াকান্দা গ্রামে ৭ দশমিক ৭২ কিলোমিটার এলাকার ৩৭২ টি পরিবারে ১ কোটি পনেরো লক্ষ ১ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন তিনি।

Exit mobile version