Site icon Jamuna Television

ক্ষমা চাইলেন বিতর্কিত মোনাজাত পরিচালনাকারী সেই মহিলা লীগ নেত্রী

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের জন্য জান্নাত কামনা করে মোনাজাত করা সেই গাজীপুর মহানগর মহিলা লীগ নেত্রী ক্ষমা চেয়েছেন।

সোমবার পূবাইল মিরেরবাজার নিজ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

শুক্রবার বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে এ মোনাজাত পরিচালনা করেন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম।

মোনাজাতে তিনি বলেন, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা পরিবারসহ নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিও।

এ মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যুগান্তর অনলাইন সংস্করণেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

এ মোনাজাত নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি দেখে অনেকেই ফেসবুকে নানা মন্তব্য করছেন।

জোসনা বেগম মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর।

Exit mobile version