Site icon Jamuna Television

রাজধানীর ৩০০ ফিটে অবৈধ মদ তৈরির কারখানার সন্ধান

রাজধানীর ৩০০ ফিটে এলাকার বালু নদী তীরে অবৈধ মদের কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। অভিযানে সেখান থেকে প্রায় ১২ হাজার লিটার দেশী মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছায় র‍্যাবের সদস্যরা।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ দেশি মদ ভর্তি ব্যারেল, মাদক তৈরির চুলা ও তাদের অস্থায়ী আবাসস্থলের সন্ধান মেলে। বালু নদী তীর নির্জন হওয়ায় ওই এলাকাটিকেই মদের কারখানা হিসেবে বেছে নিয়েছে মাদক চোরাকারবারিরা। শিগগিরই তারা ধরা পড়বে বলে জানিয়েছেন র‍্যাব-৪ অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

Exit mobile version