Site icon Jamuna Television

তিনদিনের সফরে ফ্রান্সের পথে প্রধানমন্ত্রী

জলবায়ু সংক্রান্ত-ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে তিনদিনের সফরে ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার পর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা দেন তিনি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একশ’র বেশি বিশ্ব নেতা এই সামিটে যোগ দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হাই লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনদিনের সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

Exit mobile version