Site icon Jamuna Television

মোদির চায়ের দোকান হবে পর্যটন স্পট!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শৈশবে যেখানে বসে চা বিক্রি করে রোজগার করতেন সেই স্থানটিকে এখন পর্যটন স্পটে রূপান্তরিত করতে উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের রাজ্যমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সম্প্রতি গুজরাটের বেদনগরে ঘুরে আসার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়।

দোকানটি যে অবস্থায় আছে হুবহু সেই অবস্থাতেই সেটি কাচের আচ্ছাদন দিয়ে ঘিরে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
নরেন্দ্র মোদীর কঠোর জীবন সংগ্রামের স্মারক হিসেবে এই চায়ের দোকানটি দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার জন্য এই সিদ্ধান্ত।

এতে প্রতিদিন ওই স্থানে ঘুরতে যাবেন পর্যটকরা।

সূত্র: ইন্ডিয়া টুডে।

Exit mobile version