Site icon Jamuna Television

সাহসী হিরো আলম

হিরো আলম- সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল থেকে উঠে আসা এক আলোচিত চরিত্র। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন। তবে, আলোচনা-বিতর্ক পিছু ছাড়েনি। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জেলও খেটেছেন। আবার বের হয়ে পুরুষ নির্যাতনের বিরুদ্ধেও মাঠে নেমেছেন।

এবার নতুন চমক নিয়ে আসছেন হিরো আলম। তার প্রযোজিত সিনেমা ‘সাহসী হিরো আলম’ দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে। যমুনা নিউজকে আলম জানান, ছবির শ্যুটিংয়ের কাজ শেষ। এডিটিংও শেষ। সব গুছিয়েই মাঠে নেমেছি।

ব্যতিক্রমধর্মী সামাজিক প্রেমের গল্প নিয়ে ‘সাহসী হিরো আলম’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রযোজক। এ সিনেমায় কারা অভিনয় করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, হিরো আমি একাই। আর নায়িকা ৩ জন। তাদের মধ্যে পরিচিত মুখও আছে।

বোঝাই যাচ্ছে, কিছুটা চমক রেখে দিতে চান হিরো আলম। তবে, তিনি আশাবাদী তার সিনেমা দর্শক পছন্দ করবে। ‘সাহসী হিরো আলম’ সিনেমার পরিচালক এ আর মুকুল নেত্রবাদী।

Exit mobile version