Site icon Jamuna Television

ভুয়া ১০০ টাকার নোটের ছবি ফেসবুকে ভাইরাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্যাটেলাইটের ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ফেসবুকে অনেকে পোস্ট করছেন। এটিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাজারে ছাড়া নতুন নোট বলে দাবিও করা হচ্ছে।

তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ভুয়া। এরকম কোনো নোট বাজারে ছাড়া হয়নি, বা ছাড়ার পরিকল্পনাও নেই।

এ ব্যাপারে যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। তবে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়া হয়নি।

Exit mobile version