Site icon Jamuna Television

রোহিঙ্গা ইস্যু জাতীয় সংকটে রুপ নিয়েছে: রিজভী

রোহিঙ্গা ইস্যু জাতীয় সংকটে রুপ নিয়েছে। তাই খালেদা জিয়ার অংশগ্রহণে সর্বদলীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

তিনি বলেন, আসামের বাসিন্দাদের নাগরিকত্বহীন হওয়ায়ও দেশের জন্য এক বড় বিপদের আশঙ্কা। তাই সবাইকে এই সংকট মোকাবেলায় এক হওয়ার আহ্বান জানান রিজভী। রাজধানীর বাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়ার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। রংপুর-৩ আসনে উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে বলেও জানান রিজভী।

Exit mobile version