Site icon Jamuna Television

সাকিব-রশিদের খুনসুটি

ক্রিকেট বিশ্বের দুই আইকন। একজন বিশ্বসেরা অলরাউন্ডার, নিজেকে আরও একবার প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপে। আরেকজন বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও তার জাদুকরি সামর্থ নিয়ে কোনো সংশয় নেই। দুজনই সাদা পোশাকে নিজ নিজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন। অবশ্য, অভিজ্ঞতার দিক থেকে রশিদের চেয়ে অনেক এগিয়ে সাকিব। তার নেতৃত্বে বড় দলকেও হারিয়েছে টাইগাররা। অন্যদিকে, নেতা হিসেবে অভিষেকের অপেক্ষায় রশিদ।


আরও এক জায়গায় মিল আছে সাকিব-রশিদের। আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের দুই তুরুপের তাস তারা। ফলে, বন্ধুত্বটাও বেশ গাঢ়। একটি মাত্র টেস্ট খেলতে এখন চট্টগ্রামে দু’দল। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ ধরেই আড্ডা দিলেন এই দুই তারকা। খুনসুটিতেও মেতে উঠলেন। দু’জনকেই দেখা গেলো হাস্যোজ্জ্বল। সাকিব ভক্তদের প্রশ্ন জাগতেই পারে, কী কথা তাহার সাথে, তার সাথে?

Exit mobile version