Site icon Jamuna Television

সবুজ নম্বরে টাইগারদের নতুন টেস্ট জার্সি

টেস্ট দলের জার্সি উন্মোচন করা হলো বাংলাদেশের। নাম ও নাম্বারসহ নতুন এই জার্সি পরে আজ ছবি তোলেন বাংলাদেশ দলের সাকিব-মিরাজ-সাদমানরা।

আফগানিস্তান সিরিজের আগেই বলা ছিল নতুন জার্সিতে থাকবে নাম আর নাম্বার। তবে লাল নাকি সবুজ রঙ ব্যবহার হবে তা নিয়ে ছিল আলোচনা। অবশেষে সবুজ রঙকেই বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন সেই জার্সি পরেই আজ আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের সাথে কুশল বিনিময় করতে দেখা যায় সাকিব আল হাসানকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রত্যেক দেশ তাদের জার্সিতে নাম আর নাম্বার ব্যবহার করছে। যদিও আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। তবু, একটু আগেভাগেই রঙিন নাম-নম্বরের সাদা জার্সি গায়ে চড়ালো বাংলাদেশ।

Exit mobile version