Site icon Jamuna Television

ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলামী সহযোগিতা সংস্থার- ওআইসি’র জেরুজালেম সংক্রান্ত বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে সম্মেলনটি।

তুর্কি এয়ারলাইন্সের বিমানে কাল সকালে ইস্তাম্বুল পৌঁছাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এই বিশেষ সম্মেলনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ জেরুজালেম বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। ওআইসি সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে যাচ্ছেন। সম্মেলন শেষে পরের দিন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version