Site icon Jamuna Television

বিদেশী রিভলবারসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বাগাতিপাড়া থেকে বিদেশী রিভলবারসহ জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে উপজেলার গালিমপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জসিম একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

নাটোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গালিমপুর মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় একটি বিদেশী রিভলবারসহ জসিম উদ্দিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম স্বীকার করে আগ্নেয়াস্ত্রটি সে বিক্রির উদ্দেশ্যে তার কাছে রেখেছিল।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার।

Exit mobile version